কথোপকথন (৬) কালকে এলে না, আজ চলে গেল দিন – পূর্ণেন্দু পত্রী

প্রিয়জনের কাছে শেয়ার করুন :—

কালকে এলে না, আজ চলে গেল দিন

এখন মেঘলা, বৃষ্টি অনতি দূরে !

ভয়াল বৃষ্টি, কলকাতা ডুবে যাবে ।

এখনো কি তুমি খুঁজছো নেলপলিশ ?

শাড়ি পরা ছিল ? তাহলে এলে না কেন ?

জুতো ছেঁড়া ছিল ? জুতো ছেঁড়া ছিল নাকো ?

কাজল ছিল না ? কি হবে কাজল পরে

তোমার চোখের হরিণকে আমি চিনি ।

কালকে এলে না, আজ চলে গেল দিন

এখন গোধূলি, এখুনি বোরখা পরে

কলকাতা ডুবে যাবে গাঢ়তর হিমে ।

এখনো কি তুমি খুঁজছো সেফটিপিন ?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


কবিকল্পলতা অনলাইন প্রকাশনীতে কবিতার আড্ডায় আপনার স্বরচিত কবিতা ও আবৃত্তি প্রকাশের জন্য আজ‌ই যুক্ত হন।