মহিষাসুর মরে না (কবিতা) – শুভ দাশগুপ্ত
বছর বছর আশ্বিনে মহালয়ার পূর্ণ স্তোত্র বাতাসে ভেসে যায়— কাশফুলেরা ঢেউ তোলে মাঠের পর মাঠ জুড়ে। বছর বছর ঢাকীরা ঢাক বজায় আলোয় আলোয় ভোরে ওঠে গ্রাম শহর মফস্বল। নতুন আনন্দে হাসিতে গানে মেতে ওঠে দেশ। মা আসেন। দশভুজা দুর্গতিনাশিনী…