Megh Bollo Jabi Lyrics Kobita : মেঘ বলল যাবি ? – কবিতা – শুভ দাশগুপ্ত

+ প্রিয়জনের কাছে শেয়ার করুন +

মেঘ বলল যাবি ?

অনেক দূরে গেরুয়া নদী

অনেক দূরের একলা পাহাড়

অনেক দূরের গহন সে বন

গেলেই দেখতে পাবি , যাবি?

জানলা দিয়ে মুখ ঝুকিয়ে

বলল সে মেঘ

যাবি ? আমার সঙ্গে যাবি ?

দিন ফুরিয়ে রাত ঘনাবে

রাত্রি গিয়ে সকাল হবে

নীল আকাশে উড়বে পাখি

গেলেই দেখতে পাবি ,যাবি ?

শ্রাবণ মাসের একলা দুপুর

 

মেঘ বলল যাবি? আমার সঙ্গে যাবি?

 

কেমন করে যাবরে মেঘ, কেমন করে যাব ,

নিয়ম বাঁধা জীবন আমার

নিয়ম ঘেরা এধার ওধার

কেমন করে নিয়ম ভেঙ্গে এ জীবন হারাব

 

কেমন করে যাবরে মেঘ কেমন করে যাব ?

 

মেঘ বলল দূরের মাঠে বৃষ্টি হয়ে ঝরব

সবুজ পাতায় পাতায় ভালবাসা হয়ে ঝরব

শান্ত নদীর বুকে আনব জলচ্শাসের প্রেম

ইচ্ছে মত বৃষ্টি হয়ে ভাঙব, ভেঙ্গে পরব

 

এই মেয়ে, তুই যাবি? আমার সঙ্গে যাবি?

 

যাব না মেঘ ,পারব নারে যেতে

আমার আছে কাজের বাঁধন ,

কাজেই থাকি মেতে

কেবল যখন ঘুমিয়ে পরি তখন আমি যাই

সীমার বাঁধন ডিঙিয়ে দৌড়ে একছুটে পালাই

তখন আমি যাই….

সবপনে আমার গেরুয়া নদী

সবপনে আমার সুনীল আকাশ

সবপনে আমার দূরের পাহাড়

সবকিছুকে পাই …

জাগরনের এই যে আমি ক্রীতদাসের মতন

জাগরনের এই যে আমি এবং আমার জীবন

কাজ অকাজের সুতোয় বোনা মুখোশ ঘেরা জীবন

তবুরে মেঘ যাব

একদিন ঠিক তোরই সঙ্গে

শ্রাবণ হাওয়ায় নতুন রঙ্গে

যাবরে মেঘ যাব

সেদিন আমি শিমুল পলাশ ভিজব বলে যাব

পাগল হাওয়ায় উতল ধারায়

আমায় খুঁজে পাব

যাবরে মেঘ যাব, যাবরে মেঘ যাব, যাবরে মেঘ যাব ।

2 Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

কবিকল্পলতা অনলাইন প্রকাশনীতে কবিতা ও আবৃত্তি প্রকাশের জন্য আজ‌ই যুক্ত হন। (কবিকল্পলতায় প্রকাশিত আবৃত্তি ইউটিউব ভিউজ ও সাবস্ক্রাইবার বাড়াতে সহায়তা করে)