Kara kobe kobita Jibonananda Das কারা কবে – জীবনানন্দ দাশ

প্রিয়জনের কাছে শেয়ার করুন :—
কারা কবে কথা বলেছিলাে!
ভালােবেসে এসেছিলাে কাছে,
তারা নেই, তাদের প্রতীক হয়ে তবু
প্রাচীন কয়েকটি গাছ আছে:
নক্ষত্ররা রয়ে গেছে নদীর উপরে
চারিদিকে প্রান্তর ও ঘাস,
দু-চারটে ঘরবাড়ি নীড় ও শিশির
কূলে-কূলে একলা আকাশ।
তারা ছিলাে, তারা কেউ নেই:
মনে করে জীবন তবুও তার নিবিড় বিনয়ে
নিজেকে আগুনে ক্ষয় করে জেগে থাকে
স্থির, আরাে স্থির আলােকের মতাে হয়ে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


কবিকল্পলতা অনলাইন প্রকাশনীতে কবিতার আড্ডায় আপনার স্বরচিত কবিতা ও আবৃত্তি প্রকাশের জন্য আজ‌ই যুক্ত হন।