Dur prithibir gondhe kobita lyrics দূর পৃথিবীর গন্ধে কবিতা – জীবনানন্দ দাশ

+ প্রিয়জনের কাছে শেয়ার করুন +

Dur prithibir gondhe kobita lyrics দূর পৃথিবীর গন্ধে কবিতা - জীবনানন্দ দাশ

 

Bangla Kobita, Dur prithibir gondhe written by Jibanananda Das বাংলা কবিতা, দূর পৃথিবীর গন্ধে লিখেছেন জীবনানন্দ দাশ

 

দূর পৃথিবীর গন্ধে ভরে ওঠে আমার এ বাঙালির মন

আজ রাতে; একদিন মৃত্যু এসে যদি দূর নক্ষত্রের তলে

অচেনা ঘাসের বুকে আমারে ঘুমায়ে যেতে বলে

তবুও সে ঘাস এই বাংলার অবিরল ঘাসের মতন

মউরীর মৃদু গন্ধে ভরে রবে, – কিশোরীর স্তন

প্রথম জননী হয়ে যেমন নরম দুধে গলে

পৃথিবীর সব দেশে–সব চেয়ে ঢের দূর নক্ষত্রের তলে

সব পথে এই সব শানি – আছে: ঘাস – চোখ – শাদা হাত – স্তন –

 

কোথাও আসিবে মৃত্যু – কোথাও সবুজ মৃদু ঘাস

আমারে রাখিবে ঢেকে – ভোরে, রাতে, দু’পহরে পাখির হৃদয়

ঘাসের মতন সাধে ছেয়ে রবে রাতের আকাশ

নক্ষত্রের নীল ফুলে ফুটে রবে – বাংলার নক্ষত্র কি নয়?

জানি নাকো; তবুও তাদের বুকে স্থির শান্তি- শান্তি লেগে যায়;

আকাশের বুকে তারা যেন চোখ – শাদা হাত যেন স্তন – ঘাস -।

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

কবিকল্পলতা অনলাইন প্রকাশনীতে কবিতা ও আবৃত্তি প্রকাশের জন্য আজ‌ই যুক্ত হন। (কবিকল্পলতায় প্রকাশিত আবৃত্তি ইউটিউব ভিউজ ও সাবস্ক্রাইবার বাড়াতে সহায়তা করে)