ক্ষণিকা (কবিতা) রবীন্দ্রনাথ ঠাকুর Khonika poem Rabindranath Tagore

প্রিয়জনের কাছে শেয়ার করুন :—

ক্ষণিকা (কবিতা) রবীন্দ্রনাথ ঠাকুর Khonika poem Rabindranath Tagore

 

খোলো খোলো, হে আকাশ, স্তব্ধ তব নীল যবনিকা –

খুঁজে নিতে দাও সেই আনন্দের হারানো কণিকা।

কবে সে যে এসেছিল আমার হৃদয়ে যুগান্তরে

গোধূলিবেলার পান্থ জনশূন্য এ মোর প্রান্তরে

লয়ে তার ভীরু দীপশিখা!

দিগন্তের কোন্ পারে চলে গেল আমার ক্ষণিকা।।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


কবিকল্পলতা অনলাইন প্রকাশনীতে কবিতার আড্ডায় আপনার স্বরচিত কবিতা ও আবৃত্তি প্রকাশের জন্য আজ‌ই যুক্ত হন।