Kobita lyrics prothom patay প্রথম পাতায় – রবীন্দ্রনাথ ঠাকুর
লিখতে যখন বলো আমায়
তােমার খাতার প্রথম পাতে
তখন জানি কাঁচা কলম
নাচবে আজো আমার হাতে।
সেই কলমে আছে লেগে
ভাদ্র মাসের কাশের হাসি।
সেই কলমে বৈকালীতে
লুকিয়ে বাজে ভােরের বাঁশী।
সেই কলমে দোয়েল শ্যামা
শিস দিয়ে তার বেড়ায় উড়ি;-
পারুল দিদির বাসায় সেথা
কনক চাঁপার কচি কুঁড়ি।
খেলার পুতুল আজো আছে
সেই কলমের খেলা ঘরে;
সেই কলমে পথ একে দেয়
পথহারা কোন্ তেপান্তরে।
নতুন চিকন অশথ, পাতা
সেই কলমে আপনি নাচে-
সেই কলমে বাঁধা পড়ে’
তােমার বয়স আমার আছে
Subscribe
0 Comments
Oldest