অক্ষমতা – রবীন্দ্রনাথ ঠাকুর

+ প্রিয়জনের কাছে শেয়ার করুন +

Akkhamota Kobita Rabindranath Tagore অক্ষমতা কবিতা - রবীন্দ্রনাথ ঠাকুর

 

এ যেন রে অভিশপ্ত প্রেতের পিপাসা —

সলিল রয়েছে প’ড়ে, শুধু দেহ নাই।

এ কেবল হৃদয়ের দুর্বল দুরাশা

সাধের বস্তুর মাঝে করে চাই – চাই।

দুটি চরণেতে বেঁধে ফুলের শৃঙ্খল

কেবল পথের পানে চেয়ে বসে থাকা!

মানবজীবন যেন সকলি নিষ্ফল —

বিশ্ব যেন চিত্রপট, আমি যেন আঁকা!

চিরদিন বুভুক্ষিত প্রাণহুতাশন

আমারে করিছে ছাই প্রতি পলে পলে,

মহত্ত্বের আশা শুধু ভারের মতন

আমারে ডুবায়ে দেয় জড়ত্বের তলে।

কোথা সংসারের কাজে জাগ্রত হৃদয়!

কোথা রে সাহস মোর অস্থিমজ্জাময়!

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

কবিকল্পলতা অনলাইন প্রকাশনীতে কবিতা ও আবৃত্তি প্রকাশের জন্য আজ‌ই যুক্ত হন। (কবিকল্পলতায় প্রকাশিত আবৃত্তি ইউটিউব ভিউজ ও সাবস্ক্রাইবার বাড়াতে সহায়তা করে)