কত অজানারে জানাইলে তুমি – রবীন্দ্রনাথ ঠাকুর

প্রিয়জনের কাছে শেয়ার করুন :—

কত অজানারে জানাইলে তুমি - রবীন্দ্রনাথ ঠাকুর Koto ajanare janaile tumi Rabindranath Tagore

 

কত অজানারে জানাইলে তুমি,

কত ঘরে দিলে ঠাঁই-

দূরকে করিলে নিকট, বন্ধু,

পরকে করিলে ভাই।

পুরনো আবাস ছেড়ে যাই যবে

মনে ভেবে মরি কী জানি কী হবে,

নূতনের মাঝে তুমি পুরাতন

সে কথা যে ভুলে যাই।

দূরকে করিলে নিকট, বন্ধু,

পরকে করিলে ভাই।

জীবনে মরণে নিখিল ভুবনে

যখনি যেখানে লবে,

চির জনমের পরিচিত ওহে,

তুমিই চিনাবে সবে।

তোমারে জানিলে নাহি কেহ পর,

নাহি কোন মানা, নাহি কোন ডর,

সবারে মিলায়ে তুমি জাগিতেছ-

দেখা যেন সদা পাই।

দূরকে করিলে নিকট, বন্ধু,

পরকে করিলে ভাই।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


কবিকল্পলতা অনলাইন প্রকাশনীতে কবিতার আড্ডায় আপনার স্বরচিত কবিতা ও আবৃত্তি প্রকাশের জন্য আজ‌ই যুক্ত হন।