লাজময়ী (কবিতা) – রবীন্দ্রনাথ ঠাকুর Lajmoyi poem by Rabindranath

প্রিয়জনের কাছে শেয়ার করুন :—

কাছে তার যাই যদি কত যেন পায় নিধি

তবু হরষের হাসি ফুটে ফুটে, ফুটে না।

কখন বা মৃদু হেসে আদর করিতে এসে

সহসা সরমে বাধে, মন উঠে উঠে না।

অভিমানে যাই দূরে, কথা তার নাহি ফুরে,

চরণ বারণ-তরে উঠে উঠে, উঠে না।

কাতর নিশ্বাস ফেলি আকুল নয়ন মেলি

চেয়ে থাকে, লাজবাঁধ তবু টুটে টুটে না।

যখন ঘুমায়ে থাকি মুখপানে মেলি আঁখি

চাহি দেখে, দেখি দেখি সাধ যেন মিটে না।

সহসা উঠিলে জাগি, তখন কিসের লাগি

মরমেতে ম’রে গিয়ে কথা যেন ফুটে না!

লাজময়ি তোর চেয়ে দেখি নি লাজুক মেয়ে

প্রেমবরিষার স্রোতে লাজ তবু ছুটে না!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


কবিকল্পলতা অনলাইন প্রকাশনীতে কবিতার আড্ডায় আপনার স্বরচিত কবিতা ও আবৃত্তি প্রকাশের জন্য আজ‌ই যুক্ত হন।