Lenin kobita Birendra Chattopadhyay : লেনিন – বীরেন্দ্র চট্টোপাধ্যায়

+ প্রিয়জনের কাছে শেয়ার করুন +
 যে-দেশে শিশু জন্ম নিলে
 জননীর মুখের হাসি মানিক হয়ে ঝরে 
 যে-দেশে শিশু জন্ম নিলে
 পড়শীদের প্রতি ঘরে শাঁখ বাজে, এয়ােতিরা উলু দেয়
 সে-দেশের একটি মানুষ অনেকদিন কবরের নিচে শুয়ে আছেন 
 কিন্তু তিনি কখনাে ঘুমােন না, পাহারা দেন
 যেন কোনো জননীর মুখের হাসি চোখের জল না হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

কবিকল্পলতা অনলাইন প্রকাশনীতে কবিতা ও আবৃত্তি প্রকাশের জন্য আজ‌ই যুক্ত হন। (কবিকল্পলতায় প্রকাশিত আবৃত্তি ইউটিউব ভিউজ ও সাবস্ক্রাইবার বাড়াতে সহায়তা করে)