Manush poem Annadasankar Roy : মানুষ – অন্নদাশঙ্কর রায়

+ প্রিয়জনের কাছে শেয়ার করুন +
 ছােটলােক ছােটজাত যারা মুখে আনে
ছােটলােক ছােটজাত তারা নিজেরই
মুখে না বলুক যারা মনে মনে ভাবে
পরকে যা ভাবে তারা নিজেরাই তাই।
ধরায় আসে না কেউ ছােট-বড়াে হয়ে
যাবার বেলায় কেউ নয় ছােট-বড়াে
জীবন অমৃতময় বিধাতার বরে
দু’দিনের তরে এসে কেন বিষে ভরাে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

কবিকল্পলতা অনলাইন প্রকাশনীতে কবিতা ও আবৃত্তি প্রকাশের জন্য আজ‌ই যুক্ত হন। (কবিকল্পলতায় প্রকাশিত আবৃত্তি ইউটিউব ভিউজ ও সাবস্ক্রাইবার বাড়াতে সহায়তা করে)