Hothat jodi poem lyrics হঠাৎ যদি কবিতা – প্রেমেন্দ্র মিত্র

প্রিয়জনের কাছে শেয়ার করুন :—

Hothat jodi kobita poem lyrics হঠাৎ যদি কবিতা - প্রেমেন্দ্র মিত্র

 

আমায় যদি হঠাৎ কোনো ছলে

কেউ ক’রে দেয় আজকে রাতের রাজা,

করি গোটাকয়েক আইন জারি

দু’এক জনায় খুব কষে দিই সাজা।

 

মেঘগুলোকে করি হুকুম সব

ছুটি তোদের, আজকে মহোৎসব।

বৃষ্টি-ফোঁটার ফেলি চিকন চিক্

ঝুলিয়ে ঝালর ঢাকি চতুর্দিক,

দিলদরিয়া মেজাজ করে কই,

বাজগুলো সব স্ফূর্তি করে বাজা।

হাওয়ায় বলি, হল্লা করে চল

তারার বাতি নিভিয়ে দলে-দল,

অন্ধকারে সত্যি কথার শেষে

রাজকন্যা পদ্মাবতীর দেশে।

ঘুমে পুরীর সেপাইগুলো ঢোলে,

তাদের ধরে খুব কষে দেই সাজা।

আমায় যদি হঠাৎ কোনো ছলে

কেউ করে দেয় আজকে রাতের রাজা।

 

সুপ্তিমগন পদ্মাবতীর পুরে

মহল বেড়াই টহল দিয়ে ঘুরে।

ধীরে গিয়ে বসি শিয়রদেশে

একটি মালা পরায়ে দিই কেশে,

হৃদয়খানি জোর করে নিই কেড়ে;

বুক বেঁধে দিই তাহারে সাজা।

আমায় যদি হঠাৎ কোনো ছলে

কেউ করে দেয় আজকে রাতের রাজা।

 

ওলট-পালট করি বিশ্বখানা

ভাঙি যেথায় যত নিষেধ মানা;

মনের মতো কানুন করি ক’টা

রাজা হওয়ার খুব করে নিই ঘটা।

সত্য তা সে যতই বড় হোক

কঠোর হলে দিই তাহারে সাজা।

আমায় যদি হঠাৎ কোনো ছলে

কেই করে দেয় আজকে রাতের রাজা।

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


কবিকল্পলতা অনলাইন প্রকাশনীতে কবিতার আড্ডায় আপনার স্বরচিত কবিতা ও আবৃত্তি প্রকাশের জন্য আজ‌ই যুক্ত হন।