Nijer kache shikarokti kobita নিজের কাছে স্বীকারোক্তি কবিতা

+ প্রিয়জনের কাছে শেয়ার করুন +

Nijer kache shikarokti kobita নিজের কাছে স্বীকারোক্তি কবিতা

 

Bangla Kobita (Bengali Poem), Nijer kache shikarokti written by Nirendranath Chakraborty বাংলা কবিতা, নিজের কাছে স্বীকারোক্তি লিখেছেন নীরেন্দ্রনাথ চক্রবর্তী।

 

আমি     পাহাড় থেকে পড়তে পড়তে

তোমাকে ধরে বেঁচে রয়েছি, কবিতা।

আমি     পাতালে ডুবে মরতে মরতে

তোমাকে ধরে আবার ভেসে উঠেছি।

আমি     রাজ্যজয় করে এসেও

তোমার কাছে নত হয়েছি, কবিতা।

আমি     হাজার দরজা ভালবেসেও

তোমার বন্ধ দুয়ারে মাথা কুটেছি।

 

কখনও এর, কখনও ওর দখলে

গিয়েও ফিরি তোমারই টানে, কবিতা।

আমাকে নাকি ভীষণ জানে সকলে,

তোমার থেকে বেশি কে জানে, কবিতা?

 

আমি      ভিড়ের মধ্যে ঘুরে বেড়াই,

গোপন রাখি সকল শোক, কবিতা।

আমি     শ্মশানে ফুল ফোটাব, তাই

তোমার বুকে চেয়েছি ঢেউ রটাতে।

আমি     সকল সুখ মিথ্যে মানি,

তোমার সুখ পূর্ণ হোক, কবিতা।

আমি     নিজের চোখ উপড়ে আনি,

তোমাকে দিই, তোমার চোখ ফোটাতে।

তুমি      তৃপ্ত হও, পূর্ণ হও,

জ্বালো ভূলোক, জ্বালো দ্যুলোক, কবিতা।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

কবিকল্পলতা অনলাইন প্রকাশনীতে কবিতা ও আবৃত্তি প্রকাশের জন্য আজ‌ই যুক্ত হন। (কবিকল্পলতায় প্রকাশিত আবৃত্তি ইউটিউব ভিউজ ও সাবস্ক্রাইবার বাড়াতে সহায়তা করে)