Prem Kobita By Shaid Qadri প্রেম কবিতা – শহীদ কাদরী

প্রিয়জনের কাছে শেয়ার করুন :—

We must love one another or die, -W. H. Audcn

না, প্রেম সে কোনাে ছিপছিপে নৌকা নয় –
যার চোখ, মুখ, নাক ঠুকরে খাবে
তলােয়ার-মাছের দঙ্গল, সুগভীর জলের জঙ্গলে
সমুদ্রচারীর বাঁকা দাঁতের জন্যে যে উঠছে বেড়ে,
তাকে, হ্যা, তাকে কেবল জিজ্ঞেস করাে, সেই বলবে
না, প্রেম সে কোনাে ছিপছিপে নৌকা নয়,
ভেঙে-আসা জাহাজের পাটাতন নয়, দারুচিনি দ্বীপ নয়,
দীপ্র বাহুর সঁতার নয় ; খড়কুটো? তা-ও নয়।
ঝােড়াে রাতে পুরােনাে আটচালার কিংবা প্রবল বৃষ্টিতে
কোনাে এক গাড়ি-বারান্দার ছাঁট-লাগা আশ্রয়টুকুও নয়।
ফুসফুসের ভেতর যদি পােকা-মাকড় গুঞ্জন করে ওঠে
না, প্রেম তখন আর শুশ্রুষাও নয় ; সর্বদা, সর্বত্র
পরান্ত সে ; মৃত প্রেমিকের ঠাণ্ডা হাত ধরে
সে বড়াে বিহ্বল, হাঁটু ভেঙে-পড়া কাতর মানুষ।
মাথার খুলির মধ্যে যখন গভীর গূঢ় বেদনার
চোরাস্রোত হীরকের ধারালাে-ছটার মতাে
ব’য়ে যায়, বড়াে তাৎপর্যহীন হয়ে ওঠে আমাদের
উরুর উত্থান, উদ্যত শিশ্নের লাফ, স্তনের গঠন।

মাঝে মাঝে মনে হয় শীতরাতে শুধু কম্বলের জন্যে
দুটো চাপাতি এবং সামান্য শব্জীর জন্যে
কিংবা একটু শান্তির আকাঙ্খায়, কেবল স্বস্তির জন্যে
বেদনার অবসান চেয়ে তােমাকে হয়তাে কিছু বর্বরের কাছে
অনায়াসে বিক্রি করে দিতে পারি -অবশ্যই পারি ।
কিন্তু এখন, এই মুহুর্তে, এই স্বীকারােক্তির পর মনে হলাে :
হয়তাে বা আমি তা পারিনা হয়তাে আমি তা পারবাে না।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


কবিকল্পলতা অনলাইন প্রকাশনীতে কবিতার আড্ডায় আপনার স্বরচিত কবিতা ও আবৃত্তি প্রকাশের জন্য আজ‌ই যুক্ত হন।