Prem Kobita By Shaid Qadri প্রেম কবিতা – শহীদ কাদরী
We must love one another or die, -W. H. Audcn না, প্রেম সে কোনাে ছিপছিপে নৌকা নয় – যার চোখ, মুখ, নাক ঠুকরে খাবে তলােয়ার-মাছের দঙ্গল, সুগভীর জলের জঙ্গলে সমুদ্রচারীর বাঁকা দাঁতের জন্যে যে উঠছে বেড়ে, তাকে, হ্যা, তাকে কেবল…