প্রশ্ন – পূর্ণেন্দু পত্রী

প্রিয়জনের কাছে শেয়ার করুন :—

ছটাক খানেক বুকে,

একটা গোটা আকাশ এবং

জলের স্থলের গা ভর্তি রং

সব পড়েছে ঝুঁকে।

কাকে কোথায় রাখি?

বুকের মধ্যে হেসে উঠল

শিকল-পরা পাখি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


কবিকল্পলতা অনলাইন প্রকাশনীতে কবিতার আড্ডায় আপনার স্বরচিত কবিতা ও আবৃত্তি প্রকাশের জন্য আজ‌ই যুক্ত হন।