Shebok kobita poem lyrics সেবক কবিতা – কাজী নজরুল ইসলাম

+ প্রিয়জনের কাছে শেয়ার করুন +

Shebok kobita poem lyrics সেবক কবিতা - কাজী নজরুল ইসলাম

 

Bangla Kobita, Shebok written by Kazi Nazrul Islam বাংলা কবিতা, সেবক লিখেছেন কাজী নজরুল ইসলাম

 

সত্যকে হায় হত্যা করে অত্যাচারীর খাঁড়ায়,

নেই কি রে কেউ সত্যসাধক বুক খুলে আজ দাঁড়ায়?

শিকলগুলো বিকল করে পায়ের তলায় মাড়ায়, –

বজ্র-হাতে জিন্দানের ওই ভিত্তিটাকে নাড়ায়?

নাজাত -পথের আজাদ মানব নেই কি রে কেউ বাঁচা,

ভাঙতে পারে ত্রিশ কোটি এই মানুষ-মেষের খাঁচা?

ঝুটার পায়ে শির লুটাবে, এতই ভীরু সাঁচা? –

 

ফন্দি-কারায় কাঁদছিল হায় বন্দি যত ছেলে,

এমন দিনে ব্যথায় করুণ অরুণ আঁখি মেলে,

পাবক-শিখা হস্তে ধরি কে তুমি ভাই এলে?

‘সেবক আমি’ – হাঁকল তরুণ কারার দুয়ার ঠেলে।

 

দিন-দুনিয়ায় আজ খুনিয়ার রোজ-হাশরের মেলা,

করছে অসুর হক-কে না-হক, হক-তায়ালায় হেলা!

রক্ষ-সেনার লক্ষ আঘাত বক্ষে বড়োই বেঁধে,

রক্ষা করো, রক্ষা করো, উঠতেছে দেশ কেঁদে।

নেই কি রে কেউ মুক্তি-সেবক শহিদ হবে মরে,

চরণ-তলে দলবে মরণ ভয়কে হরণ করে,

 ওরে জয়কে বরণ করে –

নেই কি এমন সত্য-পুরুষ মাতৃ-সেবক ওরে?

কাঁপল সে স্বর মৃত্যু-কাতর আকাশ-বাতাস ছিঁড়ে,

বাজ পড়েছে, বাজ পড়েছে ভারতমাতার নীড়ে!

 

দানব দলে শাস্তি আনে নাই কি এমন ছেলে?

একী দেখি গান গেয়ে ওই অরুণ আঁখি মেলে

পাবক-শিখা হস্তে ধরে কে বাছা মোর এলে?

‘মা গো আমি সেবক তোমার! জয় হোক মা-র।’

   হাঁকল তরুণ কারার-দুয়ার ঠেলে!

 

বিশ্বগ্রাসীর ত্রাস নাশি আজ আসবে কে বীর এসো

ঝুট শাসনে করতে শাসন, শ্বাস যদি হয় শেষও।

  – কে আজ বীর এসো।

‘বন্দি থাকা হীন অপমান!’ হাঁকবে যে বীর তরুণ, –

শির-দাঁড়া যার শক্ত তাজা, রক্ত যাহার অরুণ,

সত্য-মুক্তি স্বাধীন জীবন লক্ষ্য শুধু যাদের,

খোদার রাহায় জান দিতে আজ ডাক পড়েছে তাদের।

দেশের পায়ে প্রাণ দিতে আজ ডাক পড়েছে তাদের,

সত্য-মুক্তি স্বাধীন জীবন লক্ষ্য শুধু যাদের।

হঠাৎ দেখি আসছে বিশাল মশাল হাতে ও কে?

‘জয় সত্যম্’ মন্ত্র-শিখা জ্বলছে উজল চোখে।

রাত্রি-শেষে এমন বেশে কে তুমি ভাই এলে?

‘সেবক তোদের, ভাইরা আমার! – জয় হোক মা-র!’

    হাঁকল তরুণ কারার দুয়ার ঠেলে!

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

কবিকল্পলতা অনলাইন প্রকাশনীতে কবিতা ও আবৃত্তি প্রকাশের জন্য আজ‌ই যুক্ত হন। (কবিকল্পলতায় প্রকাশিত আবৃত্তি ইউটিউব ভিউজ ও সাবস্ক্রাইবার বাড়াতে সহায়তা করে)