Shikhok kobita lyrics Chandan Nath শিক্ষক কবিতা – চন্দন নাথ

+ প্রিয়জনের কাছে শেয়ার করুন +

Shikhok kobita lyrics Chandan Nath শিক্ষক কবিতা - চন্দন নাথ

 

Shikhok Dibosher Bangla Kobita, Shikhok written by Chandan Nath শিক্ষক দিবসের বাংলা কবিতা, শিক্ষক লিখেছেন চন্দন নাথ ‌‌।

 

কার সাথে কার লড়াই হয়েছে কবে

কোন নদীটির কতটুকু গভীরতা

শুধু না এসব, শিক্ষক বলি তাকে

গেঁথে দেন যিনি হৃদয়ে প্রাণের কথা।

যাঁর কাছে শুরু অক্ষর পরিচয়

যাঁর কাছে শেখা এক দুই ধরাপাত

জানি, চিরদিন‌ই মাথার উপরে থাকে

বড় স্নেহময় তাঁর সে দুখানি হাত

ভুলিনা আমরা ছোটবেলাকার স্কুল

শাসন এবং স্নেহমাখা প্রশ্রয়

পড়া পারবার গর্বিত অনুভব

পড়া ভুলবার লজ্জা জড়ানো ভয়।

স্কুল শেষ করে বড় হয়ে উঠি ক্রমে

তবু সব স্মৃতি যত্নে আগলে রাখি

যারা গড়েদেন আমাদের ছোটবেলা।

তাদের সে স্মৃতি কক্ষনো মোছে নাকি।

তারা কি কেবলই শিক্ষক-দিদিমণি

শুধু কি স্কুলের‌ই গল্পে জড়িয়ে তাঁরা?

তাদের সঙ্গে রয়ে যান আর‌ও কেউ

খুঁজে দেন যাঁরা উজানের স্রোতধারা।

হতে পারে তাঁরা বড্ড তুচ্ছ কেউ

রিক্সা চালক, হকার বা মজদুর

মাটিমাখা কোনো কৃষক, বা‌উল কোনো

একদিন কানে বেজে ছিল যাঁর সুর

তারাও যে দেন প্রতিদিন কত কথা

যে কথা আমরা হৃদয়ে আঁকড়ে বাঁচি

সে কথায় ভরা আরেক সহজপাঠ‌ই

আনে আমাদের পৃথিবীর কাছাকাছি

ভাবি কি যে মাসি ছোট্টোবেলায় বুকে

আগলে রেখেছে আমায় আদর করে

তাঁর‌ও ছোঁয়া টুকু লেগে থাকে চিরকাল

আমাদের সব স্বপ্নের অক্ষরে।

কে তবে বলবে শিক্ষক তাঁরা নয়

নাই বা এলেন কোনোদিন স্কুলে ক্লাসে

তাঁরা জুড়ে দেন দিন দিন প্রতিদিন

কত কিছু আমাদের সিলেবাসে।

সারাটা জীবনই আমাদের পাঠশালা

সারাটা জীবনই মস্ত একটা স্কুল,

শিক্ষক তাঁরা যাঁরা জীবনের স্কুলে

শুধরান রোজ‌ই আমাদের যত ভুল।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

কবিকল্পলতা অনলাইন প্রকাশনীতে কবিতা ও আবৃত্তি প্রকাশের জন্য আজ‌ই যুক্ত হন। (কবিকল্পলতায় প্রকাশিত আবৃত্তি ইউটিউব ভিউজ ও সাবস্ক্রাইবার বাড়াতে সহায়তা করে)