Shikhok kobita lyrics Chandan Nath শিক্ষক কবিতা – চন্দন নাথ
কার সাথে কার লড়াই হয়েছে কবে কোন নদীটির কতটুকু গভীরতা শুধু না এসব, শিক্ষক বলি তাকে গেঁথে দেন যিনি হৃদয়ে প্রাণের কথা। যাঁর কাছে শুরু অক্ষর পরিচয় যাঁর কাছে শেখা এক দুই ধরাপাত জানি, চিরদিনই মাথার উপরে থাকে বড়…