Chumbon kobita lyrics : চুম্বন – সৃজা ঘোষ
নরমালঃ যাকে আর মনে পড়েনা, বেয়াদব বুকে এখন সে বিবস্ত্র- বসন্ত পুড়ে গেছে দশ মাস হল… ফাগুন-পিঠে এখনো স্পর্শের স্তূপ। মরতে মরতে চিবুক ভুলেছে আভ্যন্তরীণ নদীটার গল্প… দেহখন্ড নিয়ে লালায়িত লোফালুফি তাই, যেমন শব্দহীন আলাপচারিতায় আর বিবর্ণ বিপ্লবে বোবা হতে…