রাত্তিরে এভাবে তোমাকে নিবিড় কাছে পেতে – চিলিয়ান কবি পাবলো নেরুদা
রাত্তিরে এভাবে তোমাকে নিবিড় কাছে পেতে ভালোবাসি, প্রেম,ঘুমে যখন অদৃশ্য তুমি, নিশাচর প্রাণীর মত,আমি তখন দিনভর বিভ্রান্তির জটিল বুনন থেকেনিজেকে ধীরে ধীরে ছাড়িয়ে আনি। তোমার আনমনা, আলগা হৃদয় হয়ত তখনস্বপ্নীল মেঘে ভেসে গেছে, কিন্তু তোমার পরিত্যক্ত শরীর শ্বাস নেয়;না দেখেই,…