Sararat jaga somudro kobita সারারাত জাগা সমুদ্র – পিনাকী ঠাকুর
একদিন তাের পায়ের পাতায় ফুটে থাকা কাচ দাঁত দিয়ে তুলে ঘামতেল মাখা প্রতিমার মতাে মুছিয়েছি ওই কপালের ঘাম। একদিন তােকে বুঝিয়ে দিয়েছি এদুটো কাব্য ওইটা নাটক — পাগলহাওয়ার সামনে দাঁড়িয়ে পদ্মপাতায় শিশির আমরা দেখতে পেয়েছি স্কুল ছুটি হওয়া ছেলেদের…