Tobu kobita Rabindranath Tagore তবু – কবিতা – রবীন্দ্রনাথ ঠাকুর

+ প্রিয়জনের কাছে শেয়ার করুন +

Tobu kobita Rabindranath Tagore তবু - কবিতা - রবীন্দ্রনাথ ঠাকুর

 

তবু মনে রেখো, যদি দূরে যাই চলি,

সেই পুরাতন প্রেম যদি এক কালে

হয়ে আসে দূরস্মৃত কাহিনী কেবলি,

ঢাকা পড়ে নব নব জীবনের জালে ।

 

তবু মনে রেখো, যদি বড়ো কাছে থাকি,

নূতন এ প্রেম যদি হয় পুরাতন,

দেখে না দেখিতে পায় যদি শ্রান্ত আঁখি–

পিছনে পড়িয়া থাকি ছায়ার মতন ।

 

তবু মনে রেখো, যদি তাহে মাঝে মাঝে

উদাস বিষাদ-ভরে কাটে সন্ধ্যাবেলা,

অথবা শারদ প্রাতে বাধা পড়ে কাজে,

অথবা বসন্তরাতে থেমে যায় খেলা ।

 

তবু মনে রেখো, যদি মনে প’ড়ে আর

আঁখিপ্রান্তে দেখা নাহি দেয় অশ্রুধার ।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

কবিকল্পলতা অনলাইন প্রকাশনীতে কবিতা ও আবৃত্তি প্রকাশের জন্য আজ‌ই যুক্ত হন। (কবিকল্পলতায় প্রকাশিত আবৃত্তি ইউটিউব ভিউজ ও সাবস্ক্রাইবার বাড়াতে সহায়তা করে)