![Bechara kobita Upendra Kishore Ray Chowdhury বেচারা - উপেন্দ্রকিশোর রায়চৌধুরী](https://www.kobikolpolota.in/wp-content/uploads/20230711_011704-768x485.jpg)
Bechara chotoder kobita বেচারা – উপেন্দ্রকিশোর রায়চৌধুরী
হতভাগাপাজি বলে কে দিয়েছে কানটি মলে, কে বলেছে মন্দ? বেচারা গো, গোবেচারা, মুখখানি খাঁচাঘেরা খাওয়াদাওয়া বন্ধ! ভুলে সব খেলাধূলা একা একা সারাবেলা বসে আছে চুপটি | সাজা পায় বিনাদোষ ? তাই এত ফোঁসফোঁস, কাঁদ-কাঁদ মুখটি ? সাত পাঁচ কি…