Bechara kobita Upendra Kishore Ray Chowdhury বেচারা – উপেন্দ্রকিশোর রায়চৌধুরী

+ প্রিয়জনের কাছে শেয়ার করুন +

Bechara kobita Upendra Kishore Ray Chowdhury বেচারা - উপেন্দ্রকিশোর রায়চৌধুরী

 

Bengali Kids Poem, Bechara kobita lyrics written by Upendra Kishore Ray Chowdhury ছোটদের কবিতা, বেচারা লিখেছেন উপেন্দ্রকিশোর রায়চৌধুরী

 

হতভাগাপাজি বলে কে দিয়েছে কানটি মলে, কে বলেছে মন্দ?

বেচারা গো, গোবেচারা, মুখখানি খাঁচাঘেরা খাওয়াদাওয়া বন্ধ!

ভুলে সব খেলাধূলা একা একা সারাবেলা বসে আছে চুপটি |

সাজা পায় বিনাদোষ ? তাই এত ফোঁসফোঁস, কাঁদ-কাঁদ মুখটি ?

সাত পাঁচ কি যে ভাবে, অভিমানে ঠোঁট কাঁপে, বুক ফাটে দুঃখে,

দুটি আঁখি ছলছল, ঐ বুঝি ভরা জল ফেটে পড়ে চক্ষে!

কারে দেখে মিছামিছি করেছিলে চেঁচামেচি? কে দিয়েছে শাস্তি?

শাসিয়েছে বুঝি কেউ, “চোপরাও, ঘেউ ঘেউ মৎ কর যাস্তি!”

ও বাড়িতে ছেলেপিলে, সেথা গিয়ে খেলেছিলে কাদা মেখে ঘরদোর?

করে মেলা হুড়াহুড়ি ভেঙেছিলে ঝুড়ি-ঝুড়ি আসবাব পত্তোর ?

করেছ বেড়াল ভাড়া, ভয়ে তার লেজ খাড়া, ছুটেছিল বন-বন?

ফের বুঝি খেলা করে মাস্টারের ঠ্যাঙে জোরে কামড়েছিল প্রাণপণ ?

ছাড়া পেলে ছুটে বুঝি নোংরা পায়ে সোজাসুজি উঠবে গিয়ে বিছানায় ?

এমনি ধারা মিটমিটে দুষ্ট যারা ডানপিটে শাস্তি তাদের মিছে নয়!

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

কবিকল্পলতা অনলাইন প্রকাশনীতে কবিতা ও আবৃত্তি প্রকাশের জন্য আজ‌ই যুক্ত হন। (কবিকল্পলতায় প্রকাশিত আবৃত্তি ইউটিউব ভিউজ ও সাবস্ক্রাইবার বাড়াতে সহায়তা করে)