কথোপকথন (২৮) আমার আগে আর কাউকে ভালোবাসনি – পূর্ণেন্দু পত্রী

প্রিয়জনের কাছে শেয়ার করুন :—

– আমার আগে আর কাউকে ভালোবাসনি তুমি?

– কেন বাসব না? অনেক।

কৃষ্ণকান্ডের উইলের ভ্রমর

যোগাযোগের কুমু

পুতুলনাচের ইতিকথার কুসুম

অপরাজিত-র

– ইয়ার্কি করো না। সত্যি কথা বলবে।

– রোগা ছিপছিপে যমুনাকে ভালোবেসেছিলাম বৃন্দাবনে

পাহাড়ী ফুলটুংরীকে ঘাটশিলায়

দজ্জাল যুবতী তোর্সাকে জলপাইগুড়ির জঙ্গলে

আর সেই বেগম সাহেবা, নীল বোরখায় জরীর কাজ

নাম চিল্কা

– আবার বাজে কথার আড়াল তুলছ ?

– বাজে কথা নয়। সত্যিই।

এদের কাছ থেকেই তো ভালোবাসতে শেখা।

অনন্ত দুপুরে একটা ঘাস ফড়িং-এর পিছনে

এক একটা মাছরাঙার পিছনে গোটা বাল্যকাল

কার্পাস তুলো ফুটছে

সেইদিকে তাকিয়ে দুটো তিনটে শীত–বসন্ত।

এইভাবে তো শরীরের খাল–নালায়

চুইয়ে চুইয়ে ভালোবাসার জল।

এইভাবে তো হৃদয়বিদারক বোঝাপড়া।

কার আদলে কী, আর কোনটা, মাংস, আর কোনটা কস্তুরী গন্ধ।

ছেলেবেলায় ভালোবাসা ছিল

একটা জামরুল গাছের সঙ্গে।

সেই থেকে যখনই কারো দিকে তাকিয়ে দেখতে পাই

জামরুলের নিরপরাধ স্বচ্ছতা ভরাট হয়ে উঠেছে

গোলাপী আভার সর্বনাশে,

অকাতর ভালোবেসে ফেলি ততক্ষণাৎ

সে যদি পাহাড় হয়, পাহাড়

নদী হয়, নদী

কাকাতুয়া হলে, কাকাতুয়া

নারী হলে – নারী ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


কবিকল্পলতা অনলাইন প্রকাশনীতে কবিতার আড্ডায় আপনার স্বরচিত কবিতা ও আবৃত্তি প্রকাশের জন্য আজ‌ই যুক্ত হন।