সংকেত – অনন্যা বন্দ্যোপাধ্যায়
মুঠোর ভিতরে রোদ পুড়িয়ে দিচ্ছে আঙুল
কী দিয়ে যে লিখি তাপ কী দিয়ে গহন –
অভিমানী ছায়ার বিকেল, নকশার ম্লান কারুকাজ
উষ্ণতার খড়কুটো দিয়ে যেটুকু জ্বেলেছি আগুন
দাবানল শিকা লেলিহান বনের অরণ্যক্ষুধা
জপস্নিগ্ধ শ্লোক প্রবচন, পুড়ে যাচ্ছে নৈর্ঋত দিন
রাত্রির অজপা আশ্লেষ, সিলিকন ভ্যালি জুড়ে
নিরাপদ জাগছে প্রহর, নক্ষত্র শিহর মায়াভূমি
অনুগামী সন্ধ্যা আঁচে আরোরার আলো উত্সব,
যেন ফেনাময় কফিতে চুমুক, যেন মৃত নগরীর
বুকে পম্পেই নগর, ঘাসের ঘাগরা নাচে সমুদ্রে ফেনিল
জলস্তম্ভ ছুঁয়েছে আকাশ, খাড়ি রাত্রি-শহর
প্রান্ত ভূমিতে চুপ রূপকথা মুগ্ধ শুনছে রাক্ষস
রাতচরা পাখিদের সাংকেতিক মিথ মনোলোগ
কৌটোর ভিতরে ভ্রমর ঘুমোয় দেহনশ্বর
অক্ষর গোপন প্রাণ – ন হন্যমান জাদুচাবি জানে
আগুন ছোঁবে না তাকে ছোঁবে না দহন
আঙুলের দগ্ধ অভিমানে
কী দিয়ে যে লিখি তাপ কী দিয়ে গহন –
অভিমানী ছায়ার বিকেল, নকশার ম্লান কারুকাজ
উষ্ণতার খড়কুটো দিয়ে যেটুকু জ্বেলেছি আগুন
দাবানল শিকা লেলিহান বনের অরণ্যক্ষুধা
জপস্নিগ্ধ শ্লোক প্রবচন, পুড়ে যাচ্ছে নৈর্ঋত দিন
রাত্রির অজপা আশ্লেষ, সিলিকন ভ্যালি জুড়ে
নিরাপদ জাগছে প্রহর, নক্ষত্র শিহর মায়াভূমি
অনুগামী সন্ধ্যা আঁচে আরোরার আলো উত্সব,
যেন ফেনাময় কফিতে চুমুক, যেন মৃত নগরীর
বুকে পম্পেই নগর, ঘাসের ঘাগরা নাচে সমুদ্রে ফেনিল
জলস্তম্ভ ছুঁয়েছে আকাশ, খাড়ি রাত্রি-শহর
প্রান্ত ভূমিতে চুপ রূপকথা মুগ্ধ শুনছে রাক্ষস
রাতচরা পাখিদের সাংকেতিক মিথ মনোলোগ
কৌটোর ভিতরে ভ্রমর ঘুমোয় দেহনশ্বর
অক্ষর গোপন প্রাণ – ন হন্যমান জাদুচাবি জানে
আগুন ছোঁবে না তাকে ছোঁবে না দহন
আঙুলের দগ্ধ অভিমানে