
Uronto igal kobita Ananya Bandopadhyay : উড়ন্ত ঈগল – অনন্যা বন্দ্যোপাধ্যায়
উড়ে চলেছে নদী আকাশে আর শহর উড়ছে গ্রামের ভিতর দিয়ে ঢেকে দিয়ে ঘাসপাতা নরমফুলের চাষ…
উড়ে চলেছে নদী আকাশে আর শহর উড়ছে গ্রামের ভিতর দিয়ে ঢেকে দিয়ে ঘাসপাতা নরমফুলের চাষ…
মুঠোর ভিতরে রোদ পুড়িয়ে দিচ্ছে আঙুল কী দিয়ে যে লিখি তাপ কী দিয়ে গহন –…
তোমাকে অস্বীকার করব বলেই পেরিয়ে যাচ্ছি ঝুলন্ত সাঁকো ফুলভারনত মায়া অর্কিড ঈশ্বরীয় উপকথা ভর করে…