উড়ন্ত ঈগল – অনন্যা বন্দ্যোপাধ্যায়
উড়ে চলেছে নদী আকাশে আর শহর উড়ছে গ্রামের ভিতর দিয়ে ঢেকে দিয়ে ঘাসপাতা নরমফুলের চাষ সাপঘুম জলাবাস তুলো কাপাশ শিমূল, উড়ছে ধূলোমুখ মুখোশ মানুষ বেড়ালের থাবা নখ, রাক্ষস জিনের মানুষ কালোচুল পাকা মাথা, না-মানুষ সব উড়ে চলেছে এক মহাজাগতিক ঘূর্ণিতে…