Silpir sporsho kobita lyrics শিল্পীর স্পর্শ – সমরেন্দ্র সেনগুপ্ত
তুমি যাকে স্পর্শ করাে সে-পাথর শব্দ হয়ে ওঠে
কোণার্কে, সাগর তীরে, খাজুরাহাে কিংবা অজন্তায়
যত দৃশ্যবর্ণে গন্ধে নয়নাভিরাম হয়ে ফোটে
তােমার প্রাণের পুণ্য দুঃখের অচির মৃগয়ায়
সময়কে বেঁধে রাখে কালজয়ী মহিমার রূপে;
ইতিহাস জানে না তা ; যে-কাহিনী বর্ণনাবিহীন
অথচ নিসর্গে জ্বলে অতীন্দ্রিয় প্রেরণার ধূপে;
দু-চোখের নিবিড়তা আজ শুধু জেনে রাখাে ঋণ।
চতুর্দিকে শিল্প আছে। যদি বুকে তৃষ্ণা রাখা যায়
জন্ম, মৃত্যু, ভালবাসা ফুটে থাকবে পাশের বাগানে,
শুধু তুমি একবার দুর্লভ দীক্ষায়
তাকে স্পর্শ করে বলো, “প্রেম সব সমাধান জানে।”
তারপর চেয়ে দেখো সূর্য কোথা শেষ পদ্মে ফোটে
তুমি যাকে স্পর্শ করাে; সে-পাথরে গান বেজে ওঠে।
