Generic selectors
Exact matches only
Search in title
Search in content
Post Type Selectors
Search in posts
Search in pages

Bola holo na kobita lyrics : বলা হল না – শঙ্কর চট্টোপাধ্যায়

+ প্রিয়জনের কাছে শেয়ার করুন +

Kobita Lyrics, bola holo na written by Sankar Chattopardhyay

 

বলা হল না তােমায় আমার সেই মােহর কুড়নাের গল্প

পরীক্ষামূলক সেই ধর্মযুদ্ধের কাহিনী

নিজেরই প্রেতাত্মার সামনে, খােলা ছুরি হাতে দাঁড়ানাের সেই

বীরত্বের কথা

রাস্তা বদল করে, তুমি অন্য রাস্তায় গেলে।

আমার চোখের ওপর, সরু হয়ে এল আলাে ।

বুকের ভেতর, ঘন ঘন বিদ্যুৎপাত হল

‘সাধ ছিল’ বলে, আমি বাসের হাতলে ঝুলে পড়লুম।

 

ভালাে লাগে না, আমার ঐ পাতা ওড়ানাের খেলা

ভালাে লাগে না, স্বপ্নের ভেতর তােমার মুহুর্মুহু আক্রমণ

আমি কী ফেরারী, যে সর্বক্ষণ কেঁপে উঠব তােমার পায়ের শব্দ পেলে ?

 

তুমি দোকানে কেনা রুমাল হলে, উড়িয়ে দিতুম হাওয়ায়

সূর্য চাদের যাতায়াতের পথে, তুমি সিগনাল দিতে।

তুমি কোষাগার হলে, বার বার আমি নতুন টাকা হয়ে আসতুম

তােমার কাছে,

যাচাই করে নিতে, বাজারে আমার দাম আছে কিনা ?

 

আমি জন্ম নই, যে প্রতিবাদ তুমি মৃত্যু হয়ে আমায় কাছে টানবে

আমি ইট-সুরকীর গাঁথা ভিৎনই, যে তুমি বুকে দেওয়াল তুলবে।

এমনকি সাধের মখমলও নই, যে উঁচ সূতােয় পােষাক বানাবে।

 

তােমাকে অনেক কথা বলা হল না বলে, আমার কবিতাগুলাে তাই

এমন অশুভ

তােমাকে সহাস্য দেখলে আজকাল মনে হয় খুব তাড়াতাড়ি

মরে যাবাে।

 

Bola holo na kobita lyrics - বলা হল না - শঙ্কর চট্টোপাধ্যায়

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

কবিকল্পলতা অনলাইন প্রকাশনীতে কবিতা ও আবৃত্তি প্রকাশের জন্য আজ‌ই যুক্ত হন। (কবিকল্পলতায় প্রকাশিত আবৃত্তি ইউটিউব ভিউজ ও সাবস্ক্রাইবার বাড়াতে সহায়তা করে)