প্রথমে দেখি নৌকোটি বন্দর ছেড়ে গেল – উর্দু কবি জামসেদ মসরুর

+ প্রিয়জনের কাছে শেয়ার করুন +

প্রথমে দেখি নৌকোটি বন্দর ছেড়ে গেল
তারপরে পৌছাই সেই নদীতীরে
হয়তাে বা সে এসে ভিড়বে সেইখানে।

এ বছর নগরের রাজা একটু দয়া করেছেন।
এ বছর শুধু মন ভেঙে দেওয়া হবে
পাবে সকলের শরীর

হে প্রিয়া আমার, তােমার দুয়ার তােমার আশ্রয়
সবই এখান থেকে বহু বহু দূর
সেখানে না পৌছায় কোনাে কথা না পৌছায় কোনাে ইঙ্গিত

দুজনার দেহে দেখার একটিই সরণী
যখন জীবনের ঘন রাত্রিযামে
আমাদের আঁখিতারা দুটিই শুধু চলে

আমার জীবনে রয়েছে হিম হয়ে যাওয়া বৃক্ষলতা
বরফে জমে যাওয়া নদী,
তবু এ সবের গভীর গােপনে
ঢুকে পড়তে পারে এক রােদ ঝলমলে সমুদ্রতীর।

জানাে জামশেদ, চাঁদ থেকে আমার ছাদ অবধি
এক রাতটাকা শহরে চাদের আলােরও ছাড় নেই
সেও অপরাধী হয়ে যায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

কবিকল্পলতা অনলাইন প্রকাশনীতে কবিতা ও আবৃত্তি প্রকাশের জন্য আজ‌ই যুক্ত হন। (কবিকল্পলতায় প্রকাশিত আবৃত্তি ইউটিউব ভিউজ ও সাবস্ক্রাইবার বাড়াতে সহায়তা করে)