বছরের পর বছর ধরে যে কথাগুলি ভুলতে চাই – উর্দু কবি জামসেদ মসরুর

+ প্রিয়জনের কাছে শেয়ার করুন +

বছরের পর বছর ধরে যে কথাগুলি ভুলতে চাই

সেগুলিই কখনাে ভুলতে পারিনা।

আগুনকে যদি ফুল বলে মেনে নিই

যে আঙুলগুলি আজ পুড়ে যায়।

তার জ্বালা কাল ভুলে যাওয়া সহজ হয়ে যায়।

যে মাথাগুলি গুড়িয়ে দেওয়া হয়েছিল।

তাদের দিকে ছুঁড়ে মারা পাথরগুলিকে

কিন্তু আমরা ভুলতে চেয়েছিলাম।

কখনাে হয়তাে অবিশ্বাসী বন্ধুরা ছেড়ে চলে গিয়েছিল

তাদের চিনে নেওয়ার পরে আমরা তাদের ভুলতেই চেয়েছিলাম।

পাথর বৃষ্টির মাঝখানেও ফুল ছিল।

প্রেমের পথে সকলেই আমার শত্রু নয়

একথা কক্ষনাে ভােলার নয়।

যারা আমায় আকাঙক্ষা করেছিল।

তারা হয়তাে এখন ঘুমিয়ে পড়েছে।

জানালার ঝাপসা ছায়াগুলি এখন একথা ভুলতে চায়।

ঝড় প্রদীপকে নিভিয়ে দিতে পারেনি।

রাত পাহারাদার প্রদীপের তেল

কোনমতে এ কথা ভুলতে চেষ্টা করেছিল।

ভাড়াঘরটি জামশেদেরই

এ কথাটি ভােলার জন্যই সে অনেকদিন বাইরে বেরােয়নি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

কবিকল্পলতা অনলাইন প্রকাশনীতে কবিতা ও আবৃত্তি প্রকাশের জন্য আজ‌ই যুক্ত হন। (কবিকল্পলতায় প্রকাশিত আবৃত্তি ইউটিউব ভিউজ ও সাবস্ক্রাইবার বাড়াতে সহায়তা করে)