Ekchokkhu kobita Nirendranath Chakrabarty : একচক্ষু – নীরেন্দ্রনাথ চক্রবর্তী

+ প্রিয়জনের কাছে শেয়ার করুন +
কী দেখলে তুমি? রৌদ্রকঠিন
          হাওয়ার অট্টহাসি
দু’হাতে ছড়িয়ে দিয়ে নিষ্ঠুর
          গ্রীষ্মের প্রেত-সেনা
মাঠে-মাঠে বুঝি ফিরছে? ফিরুক,
          তবু তার পাশাপাশি
কৃষ্ণচূড়ার মঞ্জরী তুমি
          একবারও দেখলে না?

একবারও তুমি দেখলে না, তার
          বিশীর্ণ মরা ডালে
ছড়িয়ে গিয়েছে নম্র আগুন,
          মৃত্যুর সব দেনা
তুচ্ছ সেখানে, নবযৌবনা
          কৃষ্ণচূড়ার গালে
ক্ষমার শান্ত লজ্জা কি তুমি
          একবারও দেখলে না?


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

কবিকল্পলতা অনলাইন প্রকাশনীতে কবিতা ও আবৃত্তি প্রকাশের জন্য আজ‌ই যুক্ত হন। (কবিকল্পলতায় প্রকাশিত আবৃত্তি ইউটিউব ভিউজ ও সাবস্ক্রাইবার বাড়াতে সহায়তা করে)