Aguner majhkhane kobita : আগুনের মাঝখানে – ব্রত চক্রবর্তী

+ প্রিয়জনের কাছে শেয়ার করুন +
আগুনের একেবারে মাঝখানে এসে দাঁড়ালে
আর আগুন লাগেনা
আগে পাশে পাশে থাকতুম ।
হাত পুড়ে যাবে , মুখ পুড়ে যাবে , বুক পুড়ে যাবে ,
সর্বদা ভয় ছিল ।
এখন এসে দাঁড়িয়েছি আগুনের একেবারে মাঝখানে ।
হাত পুড়ে যাচ্ছে , মুখ পুড়ে যাচ্ছে , বুক পুড়ে যাচ্ছে ,
এখন আর ভয় নেই ।

এখন ডানায় প্রত্যেক পালকে আগুন ।
কিন্তু দারুণ অবাক হয়ে দেখছিঃ
আমাকে পোড়াতে গিয়ে , এই প্রথম , আগুন
নিজেও পুড়ছে ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

কবিকল্পলতা অনলাইন প্রকাশনীতে কবিতা ও আবৃত্তি প্রকাশের জন্য আজ‌ই যুক্ত হন। (কবিকল্পলতায় প্রকাশিত আবৃত্তি ইউটিউব ভিউজ ও সাবস্ক্রাইবার বাড়াতে সহায়তা করে)