Nirjon Kobita Lyrics Mandacranta Sen : নির্জন – মন্দাক্রান্তা সেন

+ প্রিয়জনের কাছে শেয়ার করুন +
সে নিছক জল আর জল
কতকাল ভাল লাগে এমন অতল।
হঠাৎ নতুন করে একা একা বােধ হল আজ
আঁকলাম কাঠের জাহাজ।

জাহাজে মাস্তুল ছিল কি না
মনে করে বলতে পারছি না
বােধহয় ছিল না ভাল জাহাজের যা যা থাকে সব
শুধু একটা হীন অবয়ব।

চারদিকে জল শুধু জল
দিগ্ভ্রম হচ্ছেই কেবল;
আকাশেও অন্ধকার, তারাদের দোকানপসার।
জমেনি তেমন করে, মেঘের ছাউনিমাত্র সার।

কাঠের জাহাজ ডুবে যাবে
ডুবােজাহাজের স্মৃতি তােমাকে কাঁদাবে?
অন্ধকারে হয়ে ছিলে পর
কালকে তুমিও হবে পরিত্যক্ত ভাঙা বাতিঘর।

One comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

কবিকল্পলতা অনলাইন প্রকাশনীতে কবিতা ও আবৃত্তি প্রকাশের জন্য আজ‌ই যুক্ত হন। (কবিকল্পলতায় প্রকাশিত আবৃত্তি ইউটিউব ভিউজ ও সাবস্ক্রাইবার বাড়াতে সহায়তা করে)