Kotha chilo ek torite kebol tumi ami কথা ছিল এক তরীতে কেবল তুমি আমি

+ প্রিয়জনের কাছে শেয়ার করুন +

Kotha chilo ek torite kebol tumi ami কথা ছিল এক তরীতে কেবল তুমি আমি

 

Bangla Kobita, Kotha chilo ek torite kebol tumi ami written by Rabindranath Tagore বাংলা কবিতা, কথা ছিল এক তরীতে কেবল তুমি আমি লিখেছেন রবীন্দ্রনাথ ঠাকুর

 

কথা ছিল এক-তরীতে কেবল তুমি আমি

যাব অকারণে ভেসে কেবল ভেসে,

ত্রিভুবনে জানবে না কেউ আমরা তীর্থগামী

কোথায় যেতেছি কোন্‌ দেশে সে কোন্‌ দেশে।

কূলহারা সেই সমুদ্র-মাঝখানে

শোনাব গান একলা তোমার কানে,

ঢেউয়ের মতন ভাষা-বাঁধন-হারা

আমার সেই রাগিণী শুনবে নীরব হেসে।

 

আজো সময় হয় নি কি তার, কাজ কি আছে বাকি।

ওগো ওই-যে সন্ধ্যা নামে সাগরতীরে।

মলিন আলোয় পাখা মেলে সিন্ধুপারের পাখি

আপন কুলায়-মাঝে সবাই এল ফিরে।

কখন তুমি আসবে ঘাটের ‘পরে

বাঁধনটুকু কেটে দেবার তরে।

অস্তরবির শেষ আলোটির মতো

তরী নিশীথমাঝে যাবে নিরুদ্দেশে।

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

কবিকল্পলতা অনলাইন প্রকাশনীতে কবিতা ও আবৃত্তি প্রকাশের জন্য আজ‌ই যুক্ত হন। (কবিকল্পলতায় প্রকাশিত আবৃত্তি ইউটিউব ভিউজ ও সাবস্ক্রাইবার বাড়াতে সহায়তা করে)