Shadhinotar sukh (Babuipakhire daki boliche chorai) স্বাধীনতার সুখ (বাবুই পাখিরে ডাকি বলিছে চড়াই)

+ প্রিয়জনের কাছে শেয়ার করুন +

Shadhinotar sukh (Babuipakhire daki boliche chorai) স্বাধীনতার সুখ (বাবুই পাখিরে ডাকি বলিছে চড়াই) রজনীকান্ত সেন

 

Shadhinotar sukh (Babui pakhire daki, boliche chorai) kobita lyrics written by Rajanikanta Sen স্বাধীনতার সুখ (বাবুই পাখিরে ডাকি, বলিছে চড়াই) কবিতা রজনীকান্ত সেন।

 

বাবুই পাখিরে ডাকি, বলিছে চড়াই—

“কুঁড়ে ঘরে থেকে কর শিল্পের বড়াই;

আমি থাকি মহাসুখে অট্টালিকা ‘পরে,

তুমি কত কষ্ট পাও রোদ, বৃষ্টি, ঝড়ে।”

বাবুই হাসিয়া কহে— “সন্দেহ কি তায়?

কষ্ট পাই, তবু থাকি নিজের বাসায়;

পাকা হোক, তবু ভাই, পরের ও বাসা,

নিজ হাতে গড়া মোর কাঁচা ঘর, খাসা।”

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

কবিকল্পলতা অনলাইন প্রকাশনীতে কবিতা ও আবৃত্তি প্রকাশের জন্য আজ‌ই যুক্ত হন। (কবিকল্পলতায় প্রকাশিত আবৃত্তি ইউটিউব ভিউজ ও সাবস্ক্রাইবার বাড়াতে সহায়তা করে)