Doler annondo Shunirmal Basu দোলের আনন্দ – সুনির্মল বসু
দোলের আনন্দ দোলের আনন্দ। আয় ছুটে হারু, বিশু, আয় ছুটে নন্দ! রং-গোলা রাঙা জলে সারা বেলা খেলা চলে, প্রাণে জাগে গান আজ, গানে দাগে ছন্দ; দোলের আনন্দ। আজকে প্রাণের হোলি, আয় করি গলাগলি, ভুলে গিয়ে দলাদলি,…