Desh dekharcho ondhokare kobita lyrics দেশ দেখাচ্ছ অন্ধকারে কবিতা

+ প্রিয়জনের কাছে শেয়ার করুন +

Desh dekharcho ondhokare kobita lyrics দেশ দেখাচ্ছ অন্ধকারে কবিতা

 

Bangla Kobita, Desh dekharcho ondhokare written by Nirendranath Chakraborty বাংলা কবিতা, দেশ দেখাচ্ছ অন্ধকারে লিখেছেন নীরেন্দ্রনাথ চক্রবর্তী

 

দেশ দেখাচ্ছ অন্ধকারেঃ

এই যে নদী, ওই অরণ্য, ওইটে পাহাড়,

এবং ওইটে মরুভূমি।

দেশ দেখাচ্ছ অন্ধকারের মধ্যে তুমি,

বার করেছ নতুন খেলা।

শহর-গঞ্জ-খেত-খামারে

ঘুমিয়ে আছে দেশটা যখন, রাত্রিবেলা

খুলেছ মানচিত্রখানি।

এইখানে ধান, চায়ের বাগান, এবং দূরে ওইখানেতে

কাপাস-তুলো, কফি, তামাক।

দম-লাগানো কলের মতন হাজার কথা শুনিয়ে যাচ্ছ।

গুরুমশাই,

অন্ধকারের মধ্যে তুমি দেশ দেখাচ্ছ।

 

কিন্তু আমরা দেশ দেখি না অন্ধকারে।

নৈশ বিদ্যালয়ের থেকে চুপি চুপি

পালিয়ে আসি জলের ধারে।

ঘাসের পরে চিত হয়ে শুই, আকাশে নক্ষত্র শুনি,

ছলাত-ছলাত ঢেউয়ের টানা শব্দ শুনি।

মাথার মধ্যে পাক খেয়ে যায় টুকরো-টুকরো হাজার ছবি;

উঠোন জুড়ে আলপনা, আল-পথের পাশে

হিজল গাছে সবুজ গোটা,

পুণ্যি-পুকুর, মাঘমণ্ডল, টিনের চলে হিমের ফোঁটা।

একটু-একটু বাতাস দিচ্ছে, বাতাস আনছে ফুলের গন্ধ;

তার মানে তো আর-কিছু নয়,

ছেলেবেলার শিউলি গাছে

এই আঁধারেও ফুলের দারুন সমারোহ।

গুরুমশাই,

অন্ধকারে কে দেখাবে মানচিত্রখানা?

মাথার মধ্যে দৃশ্য নানা,

স্মৃতির মধ্যে অজস্র ফুল,

তার সুবাসেই দেশকে পাচ্ছি বুকের কাছে।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

কবিকল্পলতা অনলাইন প্রকাশনীতে কবিতা ও আবৃত্তি প্রকাশের জন্য আজ‌ই যুক্ত হন। (কবিকল্পলতায় প্রকাশিত আবৃত্তি ইউটিউব ভিউজ ও সাবস্ক্রাইবার বাড়াতে সহায়তা করে)