Tora sob joyodhoni kor kobita lyrics তোরা সব জয়ধ্বনি কর কবিতা

+ প্রিয়জনের কাছে শেয়ার করুন +

Tora sob joyodhoni kor kobita lyrics তোরা সব জয়ধ্বনি কর কবিতা

 

Bengali Poem, Tora sob joyodhoni kor kobita lyrics written by Kazi Nazrul Islam বাংলা কবিতা, তোরা সব জয়ধ্বনি কর লিখেছেন কাজী নজরুল ইসলাম

 

তোরা সব জয়ধ্বনি কর!

তোরা সব জয়ধ্বনি কর!!

ঐ নূতনের কেতন ওড়ে কালবোশেখীর ঝড়।

তোরা সব জয়ধ্বনি কর!

তোরা সব জয়ধ্বনি কর!!

 

আসছে এবার অনাগত প্রলয় নেশায় নৃত্য পাগল,

সিন্ধুপারের সিংহদ্বারে ধমক ভেনে ভাঙলো আগল।

মৃত্যুগহন অন্ধ-কুপে

মহাকালের চন্ডরূপে—

ধূম্র-ধূপে

বজ্রশিখার মশাল জ্বেলে আসছে ভয়ংকর—

ওরে ওই হাসছে ভয়ংকর!

তোরা সব জয়ধ্বনি কর!

তোরা সব জয়ধ্বনি কর!!

 

ঝামর তাহার কেশের দোলায় ঝাপটা মেরে গগন দুলায়,

সর্বনাশী জ্বালা-মুখী ধূমকেতু তার চামর ঢুলায়।

বিশ্বপাতার বক্ষ-কোলে

রক্ত তাহার কৃপাণ ঝোলে

দোদুল দোলে!

অট্টরোলের হট্টগোলে স্তব্ধ চরাচার—

ওরে ঐ স্তব্ধ চরাচার।

তোরা সব জয়ধ্বনি কর!

তোরা সব জয়ধ্বনি কর!!

 

দ্বাদশ রবির বহ্নিজ্বালা ভয়াল তাহার নয়ন-কটায়,

দিগন্তরের কাঁদন লুটায় পিঙ্গল তার ত্রস্ত জটায়।

বিন্দু তাহার নয়নজলে

সপ্তমহাসিন্ধু দোলে

কপোলতলে।

বিশ্বমায়ের আসন তারই বিপুল বাহুর ‘পর—

হাঁকে ঐ জয় প্রলয়ংকর।

তোরা সব জয়ধ্বনি কর!

তোরা সব জয়ধ্বনি কর!!

 

মাভৈঃ মাভৈঃ জগৎ জুড়ে প্রলয় এবার ঘনিয়ে আসে।

জরায় মরা মুমূর্ষুদের প্রাণ লুকানো ঐ বিনাশে।

এবার মহানিশার শেষে

আসবে ঊষা অরুণ হেসে

তরুণ বেশে।

দিগম্বরের জটায় লুটায় শিশুচাঁদের কর,

আলো তার ভরবে এবার ঘর।

তোরা সব জয়ধ্বনি কর!

তোরা সব জয়ধ্বনি কর!!

 

ঐ যে মহাকাল-সারথি রক্ত-তড়িত চাবুক হানে,

রণিয়ে ওঠে হ্রেষার কাঁদন বজ্র-গানে ঝড়-তুফানে।

খুরের দাপট তারায় লেখে উল্কা ছুটায় নীল খিলানে।

গগন তলের নীল খিলানে।

অন্ধু কারার বদ্ধ কূপে

দেবতা বাঁধা যজ্ঞ যুপে

পাষাণ স্তুপে।

এই তোরে তার আসার সময় ঐ রথ ঘর্ঘর—

শোনা যায় ঐ রথ ঘর্ঘর।

তোরা সব জয়ধ্বনি কর!

তোরা সব জয়ধ্বনি কর!!

 

ধ্বসং দেখে ভয় কেনো তোর? প্রলয় নূতন সৃজন বেদন!

আসছে নবীন জীবন হারা অ-সুন্দরে করতে ছেদন।

তাই এমন কেশে বেশে

প্রলয় বয়েও আসছে হেসে—

মুধুর হেসে।

ভেঙে আবার গড়তে জানে সে চির-সুন্দর!

তোরা সব জয়ধ্বনি কর!

তোরা সব জয়ধ্বনি কর!!

 

ঐ ভাঙা-গড়া খেলা যে তার কিসের তবে ডর?

তোরা সব জয়ধ্বনি কর!

বধুরা প্রদীপ তুলে ধর।

কাল ভয়ঙ্করের বেশে এবার ঐ আসে রে সুন্দর!—

তোরা সব জয়ধ্বনি কর!

তোরা সব জয়ধ্বনি কর!!

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

কবিকল্পলতা অনলাইন প্রকাশনীতে কবিতা ও আবৃত্তি প্রকাশের জন্য আজ‌ই যুক্ত হন। (কবিকল্পলতায় প্রকাশিত আবৃত্তি ইউটিউব ভিউজ ও সাবস্ক্রাইবার বাড়াতে সহায়তা করে)