Boitoi kobita Premendra Mitra বইটই কবিতা – প্রেমেন্দ্র মিত্র

+ প্রিয়জনের কাছে শেয়ার করুন +

Boitoi kobita Premendra Mitra বইটই কবিতা - প্রেমেন্দ্র মিত্র

 

Bangla Kobita, Boitoi written by Premendra Mitra বাংলা কবিতা, বইটই লিখেছেন প্রেমেন্দ্র মিত্র

 

বই’ত পড়ো, টই পড়ো কি?

তাই’ত কাটি ছড়া।

বই পড়া সব মিছেই যদি

না হলো টই পড়া।

টই পাওয়া যায় পড়তে কোথায়?

বলছি তবে শোনো

বই-এর মাঝে-ই লুকিয়ে থাকে

টই সে কোনো কোনো।

আর পাবে টই, সকালবেলা

বই থেকে মুখ তুলে

হঠাৎ যদি বাইরে চেয়ে

মনটা ওঠে দুলে।

টই থাকে সব রোদ-ছোপানো

গাছের ডালে পাতায় ;

টই থাকে আর আকাশ-ছোঁয়া

খোলা মাঠের খাতায়।

টই চমকায় বিজলি হয়ে

আঁধার করা মেঘে ;

খই হয়ে টই ফোটে দিঘির

জলে বৃষ্টি লেগে।

টই কাঁপে সব ছোট্ট পাখির

রং বেরং-এর পাখায় ;

খোকা খুকুর মুখে আবার

মিষ্টি হাসি মাখায়।

বই পড়ো খুব, যত পারো,

সঙ্গে পড়ো টই ;

টই নইলে থাকত কোথায়

এতরকম বই।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

কবিকল্পলতা অনলাইন প্রকাশনীতে কবিতা ও আবৃত্তি প্রকাশের জন্য আজ‌ই যুক্ত হন। (কবিকল্পলতায় প্রকাশিত আবৃত্তি ইউটিউব ভিউজ ও সাবস্ক্রাইবার বাড়াতে সহায়তা করে)