Adarsha chele kobita poem lyrics আদর্শ ছেলে কবিতা – কুসুম কুমারী দাশ

+ প্রিয়জনের কাছে শেয়ার করুন +

Adarsha chele kobita poem lyrics আদর্শ ছেলে কবিতা - কুসুম কুমারী দাশ

 

Bangla Kobita, Adarsha chele (Amader deshe hobe sei chele kobe) written by Kusum Kumari Das [বাংলা কবিতা, আদর্শ ছেলে (আমাদের দেশে হবে সেই ছেলে কবে) লিখেছেন কুসুম কুমারী দাশ]

 

আমাদের দেশে হবে সেই ছেলে কবে

কথায় না বড় হয়ে কাজে বড় হবে ?

মুখে হাসি, বুকে বল তেজে ভরা মন

‘মানুষ হইতে হবে’ – এই তার পণ,

বিপদ আসিলে কাছে হও আগুয়ান,

নাই কি শরীরে তব রক্ত মাংস প্রাণ?

হাত, পা সবারই আছে মিছে কেন ভয়,

চেতনা রয়েছে যার সে কি পড়ে রয়?

সে ছেলে কে চায় বল কথায়-কথায়,

আসে যার চোখে জল মাথা ঘুরে যায়।

সাদা প্রাণে হাসি মুখে কর এই পণ –

‘মানুষ হইতে হবে মানুষ যখন’।

কৃষকের শিশু কিংবা রাজার কুমার

সবারি রয়েছে কাজ এ বিশ্ব মাঝার,

হাতে প্রাণে খাট সবে শক্তি কর দান

তোমরা মানুষ হলে দেশের কল্যাণ।

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

কবিকল্পলতা অনলাইন প্রকাশনীতে কবিতা ও আবৃত্তি প্রকাশের জন্য আজ‌ই যুক্ত হন। (কবিকল্পলতায় প্রকাশিত আবৃত্তি ইউটিউব ভিউজ ও সাবস্ক্রাইবার বাড়াতে সহায়তা করে)