Agunrupa ke kobita Srijato আগুনরূপা কে – শ্রীজাত বন্দ্যোপাধ্যায়

প্রিয়জনের কাছে শেয়ার করুন :—

আগুনরূপা কে - শ্রীজাত বন্দ্যোপাধ্যায়

 

তুমি টিনেজ নদী, কিছু পাগলপারা
আমি প্রাচীন দেয়াল, ঝুরাে পলেস্তারা
তুমি কাচের বিষাদ, মিহি বাতাসঝালর
আমি বেমক্কা হাত, ভাঙি ব্যথার আলাে
তুমি অসম্ভবা। চির সুপার লােটো।
আমি বাদল দিনে একা দেবব্রত
তুমি সকল পথের ধারে পরাগধানী
আমি সামান্য লােক, দুটো ম্যাজিক জানি
তাতে আধেক জোটে, থাকে আধেক দেনা
এত পাঁকাল হাতে লেখা দাঁড়াচ্ছে না।
তবু লেখাই দাঁড়ায়, ছােটে কী জোর হাওয়া-
জিয়া ধড়ক ধড়ক… যেন ট্রেনের আওয়াজ
আমি নতুন মাতাল। জমে দু’ পেগ হেবি।
যদি প্রসাদ না পাই তুমি কীসের দেবী?
তুমি কীসের মহৎ? তুমি কীসের উদার?
যদি সাপের কামড় খেয়ে মেটাই ক্ষুধা-
যদি বিষের পায়েস খেয়ে হজম করি
তবে প্রসাদ পাব? তবে কভার স্টোরি?
এসাে খেলাও আমায়। আমি সুরের আদল
দেখি সাহস কত, দুটো কথায় বাঁধাে-

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


কবিকল্পলতা অনলাইন প্রকাশনীতে কবিতার আড্ডায় আপনার স্বরচিত কবিতা ও আবৃত্তি প্রকাশের জন্য আজ‌ই যুক্ত হন।