মেঘের ঝালর (কবিতা) – অজিত বাইরী Megher jhalor poem Ajit Bairi
বাড়ির চাদ্দিকে নেমে এসেছে মেঘের ঝালর ; মনে হল, বাড়ি তো নয়, বিমূর্ত কবিতা ! দিনের আলো নিভতে-না-নিভতে নিবিড় হয়েছে আঁধার, শ্রাবণ-শেষের সন্ধ্যা— সবকিছু আড়াল হবার আগেও একচিল্ তে কনে-দেখা-আলোয় সাদা কবুতরের মতো এই আমার বাড়ি। জুঁইলতা কিছু বলবে…