Boro babur kache nibedon kobita বড়োবাবুর কাছে নিবেদন কবিতা

+ প্রিয়জনের কাছে শেয়ার করুন +

Boro babur kache nibedon kobita বড়োবাবুর কাছে নিবেদন কবিতা

 

Bangla Kobita, Boro babur kache nibedon written by Amiya Chakraborty বাংলা কবিতা, বড়োবাবুর কাছে নিবেদন লিখেছেন অমিয় চক্রবর্তী

 

তালিকা প্রস্তুত :

কী কী কেড়ে নিতে পারবে না—

হইনা নির্বাসিত কেরানি।

 

বাস্তুভিটে পৃথিবীটার সাধারণ অস্তিত্ব।

যার একখণ্ড এই ক্ষুদ্র চাকুরের আমিত্ব।

যতদিন বাঁচি, ভোরের আকাশে চোখ জাগানো,

হাওয়া উঠলে হাওয়া মুখে লাগানো।

কুয়োর ঠাণ্ডা জল, গানের কান, বইয়ের দৃষ্টি

গ্রীষ্মের দুপুরে বৃষ্টি।

আপনজনকে ভালোবাসা,

বাংলার স্মৃতি দীর্ণ বাড়ি-ফেরার আশা।

তাড়াও সংসার, রাখলাম

বুকে ঢাকলাম

জন্মজন্মান্তরের তৃপ্তি যার যোগ প্রাচীন গাছের ছায়ার

তুলসীমণ্ডপে, নদীর পোড়ো দেউলে, আপন ভাষার কণ্ঠের মায়ায়

গার্ডক্লাশের ট্রেনে যেতে জানলায় চাওয়া,

ধানের মাড়াই, কলাগাছ, পুকুর, খিড়কি-পথ ঘাসে ছাওয়া।

মেঘ করেছে, দুপাশে ডোবা, সবুজ পানার ডোবা,

সুন্দর ফুল কচুরিপানার শঙ্কিত শোভা ;

গঙ্গার ভরা জল, ছোটো নদী ; গাঁয়ের নিমছায়া তীর

—হায় এও তো ফেরা-ট্রেনের কথা।

 

শত শতাব্দীর

তরু-বনশ্রী

নির্জন মনশ্রী :

তোমায় শোনাই, উপস্থিত ফর্দে আরো আছে-

দূর-সংসারে এল কাছে,

বাঁচবার সার্থকতা।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

কবিকল্পলতা অনলাইন প্রকাশনীতে কবিতা ও আবৃত্তি প্রকাশের জন্য আজ‌ই যুক্ত হন। (কবিকল্পলতায় প্রকাশিত আবৃত্তি ইউটিউব ভিউজ ও সাবস্ক্রাইবার বাড়াতে সহায়তা করে)