Kather chair poem lyrics কাঠের চেয়ার কবিতা – অমিতাভ দাশগুপ্ত
কাঠের চেয়ারে বসে থাকতে থাকতে মানুষও একদিন কাঠ হয়ে যায়। তার কোমর থেকে সোঁদরি, গরান, গঁদের আঠা ঝরতে ঝরতে একদিন তাকে পুরোপুরি এঁটে ধরে তক্তার সঙ্গে কুর কুর কুর কুর ঘুনপোকা ঘুরতে থাকে তার আশির-নখর, কাঠের চেয়ারে বসে থাকতে…