Ayna kobita lyrics Amiya Chakraborty আয়না কবিতা অমিয় চক্রবর্তী
হারানো ছড়ানো পাগল খুঁজচে ফিরে সে আপন হবে। আলোর টুকরো দীপ্তি চোখের; ভাঙ্গা-গান-ভাসা গানের কানকে; সেই নাক,যার সুরভি বোধটা চামেলি বকুলে গেলো কোথায়; ফিরে— ফিরে চায় তাই হায় হায় তার চেতনা-জড়ানো কত দিনরাত পিছু ডাকে কেঁদে— কেঁদে। হারানো ছড়ানো…