অস্থি মজ্জা মাংস ইত্যাদি – শান্তি লাহিড়ী (Santi Lahiri)

+ প্রিয়জনের কাছে শেয়ার করুন +
অস্থি মজ্জা মাংস ইত্যাদি - শান্তি লাহিড়ী

 

বিস্মৃতি শান্তি বুকে আসে, তোমাকে কুড়াই দুৰ্বা ঘাসে।
তোমাকে কুড়াই সিঁড়ি, গাড়িবারান্দায়, চিলেকোঠা
তোমাকে কিশোরকোল থেকে টেনে আনি যৌবনতলায়
তোমার উল্কি আঁকা কাগজের নৌকা বেসে যায়।

ভালবাসা এসেছিলে একা একা অন্ধের কৃপাণে ।
ধার ছিল মাথামুন্ডু কখন নীরবে কেটে গেছে ।
কলমী লতায় তার শ্বেত রক্তকণিকার দাগ
সাতার শেখার কালে অকস্মাৎ চোখে পড়ে গেল ।

One comment

  1. I am Shanti Lahiri ‘s daughter. I am just overwhelmed to find my fsther’s work here while searching by his name in the google.Thanks for your effort.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

কবিকল্পলতা অনলাইন প্রকাশনীতে কবিতা ও আবৃত্তি প্রকাশের জন্য আজ‌ই যুক্ত হন। (কবিকল্পলতায় প্রকাশিত আবৃত্তি ইউটিউব ভিউজ ও সাবস্ক্রাইবার বাড়াতে সহায়তা করে)