Epitaph – Shakti Chattopadhyay এপিটাফ – শক্তি চট্টোপাধ্যায়

কিছুকাল সুখ ভোগ করে হলো মানুষের মতো
মৃত্যু ওর, কবি ছিল, লোকটা কাঙালও ছিল খুব।
মারা গেলে মহোৎসব করেছিল প্রকাশকগণ,
কেননা, লোকটা গেছে, বাঁচা গেছে, বিরক্ত করবে না
সন্ধ্যেবেলা সেজে-গুজে এসে বলবে না, টাকা দাও
নতুবা ভাঙ-চুর হবে, ধ্বংস হবে মহাফেজখানা,
চট্-জলদি টাকা দাও, নয়তো আগুন দেবাে ঘরে
অথচ আগুনে পুড়ে গেল লোকটা-কবি ও কাঙাল!